ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সান্তাহার জংশন স্টেশনের সিসি ক্যামেরা সচল

"সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনের অধিকাংশ সিসি ক্যামেরা নষ্ট" এমন শিরনামে  পত্রিকায় গত ১৩ জানুয়ারি সংবাদ প্রকাশিত পর বিষয়টি নজরে আসে রেলওয়ে কতৃপক্ষের এরপর ঠিক কর হয় সকল সিসি টিভি ক্যামেরা। দেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন স্টেশন বগুড়ার সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন। ১৮৮০ সালে এই স্টেশনটি স্থাপিত হলেও ১৯০০ সালের দিকে নির্মাণ করা হয় স্টেশনের সকল অবকাঠামো। এরপর থেকে সেবা দিয়ে আসছে স্টেশনটি। কিন্তু অন্যান্য স্থানের স্টেশনগুলোতে অবকাঠামোগত সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া লাগলেও সান্তাহারে এখন পর্যন্ত কোন ছোঁয়াই স্পর্শ করেনি। এমনকি স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পুরো স্টেশনটিকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়। স্টেশনের সবকিছু মাষ্টারের কক্ষ থেকে পর্যবেক্ষণ করার নিমিত্তে পুরো স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৯টি সিসি ক্যামেরা যুক্ত করা হয়। কিন্তু  ১২টি ক্যামেরা সচল থাকলেও অবশিষ্ট ক্যামেরাগুলো অকেজো পড়ে ছিল। এমন অভিযোগের  সত্যতা নিশ্চিতের পর বেশ কিছু জাতীয়, আঞ্চলিক ও অনলাইন প্রত্রিকায় সংবাদ প্রকাশের পর ক্যামেরা গুলো ঠিক করে রেলওয়ে কতৃপক্ষ।

 

বর্তমানে পুরো স্টেশানে ১৯ টি ক্যামেরা সচল রয়েছে। ক্যামেরা সচল থাকায় যাত্রীদেরও এখন নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।


সান্তাহার রেলওয়ে স্টেশন মাষ্টার হাবিবুর রহমান বলেন, স্টেশনে চরম জনবল সংকট রয়েছে। তবুও আমি সব সময় স্টেশনটিকে সচল রাখার চেস্টা করে আসছি। অচল সিসি ক্যামেরাগুলো সচল করার জন্য  সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার লিখিত ভাবে জানিয়েছি। কিন্তু কোন লাভ হয়নি এরপর পত্রিকায় সংবাদ প্রকাশের পর রেলওয়ে কতৃপক্ষ্য কামেরাগুলো ঠিক করেন। বর্তমানে সান্তাহার জংশন স্টেশানে ১৯ টি ক্যামেরার সব কয়েকটি সচল রয়েছে।

ads

Our Facebook Page